সামাজিক মাধ্যম ফেসবুকে হর-হামেসায় কিছু না কিছু ভাই’রালের বিষয় থেকে যায়। ২০২০ শে’ষে তারও ব্যতিক্রম নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাই’রাল হয় এক দম্পতির ছবি। ছবিতে দেখা যাচ্ছে অল্প বয়সের এক তরুণীর সঙ্গে বয়ষ্ক একজন লোক। তারা স্বামী-স্ত্রী’’। তাতেই হলো ভাই’রাল।
এইদিকে নিজের স্ত্রী’’র ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় বির’ক্ত প্রকাশ করেছেন টম ই’মাম। নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তাদের নিয়ে মাতামাতি করতে নিষেধ করেন তিনি। টম ই’মাম বলেন, আমাকে আর আমা’র স্ত্রী’’কে আইডি থেকে স্কিনশট দিয়ে ভাই’রাল করছেন সাথে অনেক খা’রাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?
আরো পড়ুনঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
প্রথম বিবাহ বার্ষিকী’’তে তারা কেক কে’টেছেন। এই ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা মতামত। অনেকেই বলছেন বাবা-মে’য়ে মিলে ছবি তুলেছেন। আরও বলছেন টাকা থাকলে কি না সম্ভব। তাদের ছবি মূহূর্তে ১০ হাজার লাইক ও শেয়ার হয়েছে। টম ই’মাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়।
জানা গেছে ওই ব্যাক্তির নাম টম ই’মাম ও তার তরুণী স্ত্রী’’র নাম মিষ্টি। তিনি একজন বাংলাদেশী। বাংলাদেশেই তিনি শিক্ষা জীবন শেষ করেন। বর্তমানে তিনি আ’মেরিকার নাগরিক এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস করছেন। তার প্রথম স্ত্রী’’ প্রায় ১০ বছর অ’সুস্থ থাকার পর ২০১১ সালে মা’রা যান। পরে বছর খানেক আগে তিনি বাংলাদেশী তরুণী মিষ্টিকে বিয়ে করেন। তারা একে অ’পরকে ভালোবেসে বিয়ে করেছেন বলে জানাগেছে ।