বিশ্বজুড়ে কোভিড ১৯ এর কারনে এমনেতেই দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা এবং এর ফলে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা আগে থেকেই করে আসছিলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন—ইন্টারপোল।
সংস্থাটির মহাসচিব জারগেন তাই এবার বলেই ফেললেন, করোনার টিকা ডাকাতিও হতে পারে!!! করোনাভাইরাসের টিকায় অপরাধীদের নজর রয়েছে। আমরা চুরিসহ গুদাম লুটের ঘটনা দেখতে পাব এবং টিকার চালানে হামলা করতে দেখব।’
ইন্টারপোলের মহাসচিবের আশঙ্কা , করোনাভাইরাসের মূল্যবান টিকা দ্রুত পেতে বিভিন্ন স্থানে দুর্নীতি ব্যাপক হারে বেড়ে যেতে পারে।
আরো পড়ুনঃ ভারতের কাপাকাপি শুরুঃ ১১টি গ্রেনেড ফেলল পাকিস্তান
আরো পড়ুনঃ মিমের সঙ্গে তাহসানের ‘হ্যালো বেবি’
আরো পড়ুনঃ প্রথমবারের মতো সৌদিতে বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী