নিউজ ডেস্ক: চাঁদপুরে বিদেশফেরত ৫২১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। প্রাণঘাতী করোনা প্রতিরোধে সতর্কতামূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
তবে এখন পর্যন্ত ভয় পাবার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। ডা. সাখাওয়াত বলেন, চাঁদপুরের জেলা প্রশাসন ও আমরা স্বাস্থ্য বিভাগ বিদেশ থেকে আসা নাগরিকদের তালিকা করছি। গত ১৮ দিনে চাঁদপুরে ৫২১ জন বিদেশ থেকে এসেছেন। আমরা তাদের তালিকা তৈরি করে যোগাযোগ অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, বিদেশফেরত ওই নাগরিকদের জ্বর, সর্দি, কাশি হলে তাৎক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। এমনকি সুস্থ থাকলেও টানা ১৪ দিন বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। প্রতিনিয়ত আমাদের কর্মীরা তাদের খোঁজ-খবর নিচ্ছেন।
প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতটি করে বেড ও জেলা সদরে ৩০টি বেডসহ পুরো জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ ছাড়াও প্রতিটি বেসরকারি ক্লিনিকে ১/২ টি করে বেড প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও প্রয়োজন হলে শহরের বেলভিউ হাসপাতালে ৫০টি বেড সংরক্ষিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সহায়তায় আমরা বিদেশ ফেরত ৫২১ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়েছি। আমাদের কর্মীরা সার্বক্ষনিক তাদের খোঁজ নিচ্ছেন।
আরও পডুনঃ স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত