করোনাভাইরাসে সারাবিশ্ব অচল হয়ে পড়েছে। তবে এই মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই ইতালির নাগরিকরা নতুন বছর উদযাপন করতে গিয়ে শতশত পাখির প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ রোম শহরের এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে।
ভিডিওতে দেখা যায়, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি। এদিকে ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ইতালি সরকার। তবে আইওপিএ`র দাবি, ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি।