নীলফামারীর কিশোরগঞ্জে বাবার লাশ দাফনের কয়েক ঘণ্টা পর বন্ধুদের নিয়ে ফেনিসিডিল খাওয়ার সময় আটক হয়েছেন ফিরোজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে ছিলেন আরও ৫ বন্ধু। আটককৃতরা হলেন- ফিরোজুল ইসলাম (৪২), আনোয়ারুল ইসলাম (৪০), জিয়াউর রহমান (৩৯), আব্দুর রাজ্জাক (৩৮), আমিনুল হক (৪১) ও সেলিম রেজা (৪৩)। শনিবার তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুনঃ দিহানের ভাইয়ের বিরুদ্ধে মুখে বিষ ঢেলে স্ত্রী হত্যার অভিযোগ
পুলিশ জানায়, জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমীর মৃত আব্দুল গনির লাশ শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি গাবরোলে দাফন সম্পন্ন হয়। বিকালে তার ছেলে ফিরোজুল ইসলাম বন্ধুদের সঙ্গে প্রাইভেটকারযোগে ফেনসিডিল খাওয়ার জন্য কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোড়ে আসেন। মাদক ব্যবসায়ী মবু ডাকাত ওই কারের ভেতরে ২ বোতল ফেনসিডিল দেয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-গ-১১-৩৯৩৭ প্রাইভেটকারটি তল্লাশি করে ফেনসিডিলসহ ৬ বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুনঃ ‘করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে তরুণীর আত্নহত্যা!!
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীসহ ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।