ছুটি কাটাতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে গেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি ঘুরেফিরে দেখছেন গ্রামীণ জীবন। শহর জীবন থেকে একটু বিরতি তো সবারই দরকার হয়। মফস্বলের শীতের মাধুরী ছুঁয়ে গেছে বর্ষাকে। শীতের সকালে বর্ষা বসে পড়েছেন গ্রামীণ কাঠের চেয়ারে। সকালের কাঁচা রোদে ভাপা পিঠা বানানোই তার উদ্দেশ্য.
আরো পড়ুনঃ দিহানের ভাইয়ের বিরুদ্ধে মুখে বিষ ঢেলে স্ত্রী হত্যার অভিযোগ
সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের প্রোফাইলে ভাপা পিঠা বানানোর ছবি প্রকাশ করেছেন বর্ষা। ছবিটির ক্যাপশনে ‘মোস্ট ওয়েলকামের’ নায়িকা লিখেছেন, ‘ভাপা পিঠা বানানোর চেষ্টা করছি। আবার আসব, ইনশাআল্লাহ।’
আরো পড়ুনঃ ‘করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে তরুণীর আত্নহত্যা!!
নায়িকা ভাপা পিঠা বানাচ্ছেন আর তার উষ্ণতা ভক্তদের কাছে পৌঁছাবে না তা কি হয়? ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অজস্র ভক্তরা সেখানে কমেন্ট করেন। গ্রামীণ পরিবেশে শহরের নায়িকা ওই খানে গিয়ে যেভাবে মানিয়ে নিয়েছেন তার প্রশংসা করেছেন অনেকেই।