গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, সেই সময় পৃথিবীতে একবার এমন ঘটনা ঘটেছিলো, আর ৩৯৭ বছর পর ফের আজ তার পূনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ।
সোমবার (২১ ডিসেম্বর) সৌরমন্ডলে বিরল এক ঘটনা ঘটতে চলেছে যা বর্তমান পৃথিবী বাসী আবার কখনো দেখতে পাবেনা ।। সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে আসবে। আজ সূর্যাস্তের ঠিক পর পরই সাধারণ মানুষ খালি চোখে দেকতে পারবে এই দৃর্শ্য।
নাসা জানায়, সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়, যা আজ যাবে । আজ বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র শূন্য দশমিক ১ ডিগ্রি দূরত্ব থাকবে । যা সত্যিই রহস্যজনক । আবহাওয়া ভালো থাকলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যে দেখতে পারবে পৃথিবীবাসী।
আরো পড়ুনঃ চিপ সংকটে বিশ্ব, হুমকিতে স্মার্টফোন-ল্যাপটপ উৎপাদন
আরো পড়ুনঃ কিনতে হবে না, ভাড়ায় স্মার্টফোন দেবে স্যামসাং!