নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ক ছিন্ন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফতকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রী ও গ্রেফতার হওয়া রিফাতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ রোববার জবির মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়টির মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র রিফাতের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পরপরই জবি ক্যাম্পাস থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, রিফাত ও ভুক্তভোগী ছাত্রীর মধ্যে দেড় মাসের প্রেমের সম্পর্ক ছিলো। ছেলেটিকে ভালো না লাগায় মেয়েটি সম্পর্ক ছিন্ন করে। পরে আজ ক্যাম্পাসে আসার পর ছেলেটি মেয়েটিকে মারধর করে। মেয়েটি আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেবো।